পবিত্র রমজান মাসে আওতাধীন এলাকায় প্রতিদিন বাজার মনিটরিং করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
এরই ধারাবাহিকতায় আগামীকাল (৩ এপ্রিল) উত্তরা আজমপুর এলাকায় বাজার মনিটরিং টিম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভেজাল পণ্য বিরোধী অভিযান পরিচালনা করবে। অভিযানটি পরিচালনা করবেন ডিএনসিসির উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা মনিরুজ্জামান মৃধা।
রোববার (২ এপ্রিল) রাতে বিষয়টি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।
ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় রমজান মাসে সরকার নির্ধারিত দ্রব্যমূল্য তদারকির জন্য আমাদের টিম মনিটরিং করবে। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা সংশ্লিষ্ট অঞ্চলের ওয়ার্ড কাউন্সিলর ও বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকদের সঙ্গে সমন্বয় করে প্রতিদিন বাজার মনিটরিং করবেন।