চার কর্মদিবস পর সোমবার (১৭ জুলাই) দেশের পুঁজিবাজারে মূল্য সংশোধন হয়েছে

টানা চার কর্মদিবস পর সোমবার (১৭ জুলাই) দেশের পুঁজিবাজারে মূল্য সংশোধন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৬ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৩ পয়েন্ট।

দাম বাড়ার বিপরীতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় সূচক কমেছে। এর আগে মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং রোববার টানা চারদিন পুঁজিবাজারে সূচকের উত্থান হয়।

ডিএসইর তথ্য মতে, আজ বাজারে ৩৬৮টি প্রতিষ্ঠানের মোট ২৪ কোটি ৩৯ লাখ ৯৬ হাজার ২৩টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৯৩২ কোটি ৭১ লাখ ৫২ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৯৩৩ কোটি ৭৫ লাখ ৩৫ হাজার টাকা। 

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৬ পয়েন্ট কমে ৬ হাজার ৩৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক দশমিক ৫৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ২ দশমিক ৫২ পয়েন্ট কমে ২ হাজার ২০০ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফু ওয়াং ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার। পরের তালিকায় রয়েছে আরডি ফুডের শেয়ার। এছাড়া শীর্ষ ১০-এ ছিল যথাক্রমে, ওরিয়ন ইনফিউশন, বিএনও লুব-রেফ, ডেল্টা লাইফ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, লাফার্জহোলসিম এবং রয়েল টিউলিপ সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ১৩ দশমিক ২২ পয়েন্ট কমে ১৮ হাজার ৭৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে ১৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ৭৭টির ও অপরিবর্তিত রয়েছে ৬৪টির দাম।

দিন শেষে সিএসইতে ১২ কোটি ৯৮ লাখ ২৪ হাজার ১৩ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৯ কোটি ৫৭ লাখ ৭৯ হাজার ৪৭৯ টাকার শেয়ার।

Spread the love

Leave a Reply

Specify Facebook App ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Facebook Login to work

Specify Twitter Consumer Key and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Twitter Login to work

Specify LinkedIn Client ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for LinkedIn Login to work

Specify Youtube API Key in the Super Socializer > Social Login section in the admin panel for Youtube Login to work

Specify Google Client ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Google and Youtube Login to work

Specify Instagram App ID and Instagram App Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Instagram Login to work

Your email address will not be published. Required fields are marked *