কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতে কী পরিমাণ অর্থ ঋণ দেওয়া হবে তার লক্ষ্য ঠিক করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ২০২৪ সালের মধ্যে ব্যাংকের মোট ঋণ স্থিতির ২৫ শতাংশ সিএমএসএমই খাতে দিতে হবে। একই সঙ্গে প্রতিবছর এ খাতে ঋণের পরিমাণ ১ শতাংশ করে বাড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগামস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ প্রতি বছরের জানুয়ারি মাসের শেষ কার্যদিবসের মধ্যে তাদের পূর্ববর্তী বছরের ঋণ ও অগ্রিম স্থিতির ভিত্তিতে সিএমএসএমই ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টকে অবহিত করবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ ও অগ্রিম স্থিতির মধ্যে সিএমএসএমই ঋণ ও অগ্রিম স্থিতির পরিমাণ প্রতিবছর কমপক্ষে ১ শতাংশ বাড়াতে হবে। একই সঙ্গে আগামী ২০২৪ সালের মধ্যে ঋণ ও অগ্রিম স্থিতির পরিমাণ ২৫ শতাংশে উন্নীত করতে হবে।
সার্কুলারে বলা হয়েছে, ২০২৪ সাল অন্তে অর্জিত লক্ষ্যমাত্রার নির্ধারিত হার সিএমএসএমই ঋণ ও অগ্রিম স্থিতি মোট ঋণ ও অগ্রিম স্থিতির ২৫ শতাংশ। কুটির, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোগে ঋণ ও অগ্রিম স্থিতির পরিমাণ সিএমএসএমই ঋণ ও অগ্রিম স্থিতির ৫০ শতাংশ, নারী উদ্যোগে ঋণ ও অগ্রিম স্থিতির পরিমাণ সিএমএসএমই ঋণ ও অগ্রিম স্থিতির ১৫ শতাংশ, সিএমএসএমই ঋণ ও অগ্রিম স্থিতির খাতভিত্তিক বিভাজন উৎপাদনশীল শিল্পে কমপক্ষে ৪০ শতাংশ, সেবা শিল্পে কমপক্ষে ২৫ শতাংশ এবং ব্যবসা খাতের সর্বোচ্চ ৩৫ শতাংশ। এছাড়া আগের জারি করা সার্কুলারের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইন এর ৪৫ ধারা এবং আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।