পবিত্র মাহে রমজানের ১৫তম দিন আজ। ঈদের আরো ১৫ দিন বাকি থাকলেও মার্কেটগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। আজকের ছুটির দিনে (শুক্রবার) রাজধানীর প্রতিটি মার্কেটেই ক্রেতার উপস্থিতি ছিল দেখার মতো। পবিত্র জুমার নামাজের পর থেকে নিউমার্কেট, চাঁদনী চক, গাউছিয়া, এলিফ্যান্ট রোড ও হকার্স মার্কেটের সামনের ফুটপাথ থেকে শুরু করে মূল দোকানের ভেতরে কোথাও যেন পা ফেলার জায়গা নেই। সবখানেই মানুষ আর মানুষ। তবে ইফতারের পর ক্রেতাদের ভিড় আরো বাড়বে বলে মনে করছেন দোকান মালিকরা।
সরেজমিন ঘুরে দেখা যায়, রাজধানীর নিউমার্কেট ও চাঁদনী চক মার্কেটে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হিসেবে সকাল থেকেই ক্রেতা ছিল। তবে দুপুরের পর থেকে ক্রেতার উপস্থিতি আরো বাড়তে থাকে। ক্রেতা আসছে, থরে থরে সাজানো বাহারি সব ড্রেস দেখছে, কিনছে। সবার হাতে ব্যাগ আর ব্যাগ। পছন্দের পোশাক কিনতে দেখা যায় তাদের।