আজ সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৯:১৯ অপরাহ্
মাধবদীর গদাইরচর থেকে সূতা চুরির দায়ে ৩ চোর গ্রেফতার
নজরুল ইসলাম। মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ
মাধবদী থানা পুলিশ গদাইরচর ভাই ভাই টেক্সটাইল মিলের গুদাম থেকে সূতা চুরির দায়ে তিন জনকে আটক করার সংবাদ পাওয়া গেছে।
পুলিশ জানায়, গত ১৬ আগষ্ট মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের গদাইরচর গ্রামের ভাই ভাই টেক্সটাইল মিলের গুদাম থেকে সূতা চুরি হয়। যার মূল্য ছিয়ানব্বই হাজার টাকা। সেই ঘটনায় মাধবদী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
তারই সূত্র ধরে এসআই সুবল চন্দ্র পাল তদন্ত শুরু করে, তদন্তের একটা পর্যায়ে গত ৩০ আগষ্ট চোর চক্রের তিন সদস্যকে আটক করে। আটককৃতরা হলো ঝিরকুটিয়া গ্রামের মৃত আঃ রহিমের ছেলে মোঃ সেলিম মিয়া, বিরানপুর গ্রামের আঃ বারেকের ছেলে জহিরুল ইসলাম ওরফে জহির ও গদাইরচর গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে হালিম মিয়া। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জাড়িত বলে জানায়।
তাদের সহযোগিরা হলো বিরামপুর গ্রামের গোলজার হোসেন, মোঃ নাইম, মোঃ মাসুম মিয়া, ইউসুফ মিয়া, মোঃ রাজ্জাক মিয়া। মাধবদী থানা পুলিশ রিমান্ড আবেদন চেয়ে আটককৃত তিনজনকে আদালতে প্রেরণ করে। মাধবদী থানায় মামলা নং ৩১, তারিখঃ ৩০/০৮/২০২০ইং।