আজ শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০৫:০২ অপরাহ্
দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে মাধবদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান ৫ দোকানী কে ৫৫ হাজার টাকা জরিমানা
নজরুল ইসলাম। মাধবদী প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদীতে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা সোয়া সাতটা পর্যন্ত এডিসি (রাজস্ব) চৌধুরী আশরাফুুল করিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাখাওয়াত জামিল সৈকতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দ্রব্য মূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে পুলিশের সতর্কতা মূলক লিফলেট বিতরণ ও মাইকিংয়ের পর ও কিছু অসাধু ব্যবসায়ী করোনা ভাইরাসকে পুঁজি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়ে অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করার অভিযোগে মাধবদী বাজার হোটেল পট্টিস্থ মা রাইস এজেন্সিকে ১০ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় আরিফ ট্রেডার্সকে ১০ হাজার টাকা, জুলহাস ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং মাধবদী কলেজ রোডস্থ বরুণ ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা সহ মেসার্স মোশারফ স্টোরের মালিক মোশারফ হোসেনের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাজী মোঃ আবু তাহের দেওয়ান, তদন্ত অফিসার শাফায়েত হোসেন পলাশ, এস আই সুবল, শাহাদাত হোসেনসহ মাধবদী থানা পুলিশের একাধিক সদস্য ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।