আজ শনিবার, ০৬ মার্চ ২০২১, ১০:২৭ পূর্বাহ্ন
নরসিংদী ডিবি পুলিশ কর্তৃক ১টি পিস্তল, ১টি একনলা বন্দুক ও ইয়াবা উদ্ধার সহ গ্রেফতার ৫
নিউজ ডেক্সঃ অদ্য ১৪/১০/২০১৯খ্রিঃ তারিখ সোমবার জেলা গোয়েন্দা শাখা, নরসিংদীর একটি দক্ষ টিম শিবপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুটিয়া বাজার হতে সন্ত্রাসী ১। আরিফ সরকার (৩৬), পিতা-মৃত হাফিজ উদ্দিন, সাং-কামারগাও-কে ১টি সচল পিস্তল, দুই রাউন্ড কার্তুজসহ ২। রোমান (৩৩), পিতা- আবুল হোসেন পাঠান, সাং-উত্তর কারারচর-কে ১টি দেশীয় একনলা বন্দুকসহ এবং ৩। সোহাগ প্রধান (২৮), পিতা-কালাচাঁন প্রধান, সাং-আশ্রবপুর, ৪। জাহিদুল ইসলাম (৩১), পিতা-হুমায়ন কবির, সাং-উত্তরপাড়া সৈয়দ নগর ও ৫। সুমন মোল্লা (৩২), পিতা-মৃত সাফি, সাং- সৈয়দেরগাও-দের নিকট হতে ১০০ পিস ইয়াবাসহ ৫জনকে গ্রেফতার করে।
শিবপুর মডেল থানা তাদের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে মামলা দায়ের করা হয়েছে।