আজ শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০৫:১৩ অপরাহ্
রায়পুরায় তিন তলায় করিডোরের ঘ্রীলে ঝুলন্ত যুবকের লাশ।রা
রায়পুরা প্রতিনিধিঃ নরসিংদী রায়পুরা উপজেলার মহেশ পুর ইউনিয়নের আলগী বাজারে হাজী জহুর আলী (লন্ডনী বাড়ির) তিন তলার ঘ্রীলের সাথে তৌহিদুল ইসলাম (তৌহিদ২৮) নামক সিঙ্গাপুর প্রবাসী এক যুবকের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।সজনদের সাথে কথা বলে জানা যায় গতকাল রাত প্রয় পৌনে দইটার দিকে ফোন করে বাড়ি থেকে ডেকে এনেছিল কে বা কাহারা।
তার পর রাতে আর বাড়ি ফিরে আসেনী তৌহিদ। সকালে তার লাশ আলগী বাজারে তিন তলায় বাহির থেকে তৌহিদের লাশ ঝুলণ্ত অবস্থায় দেখা যায়।
তৌহিদ এক বৎসর প্রায় বিয়ে করেছে। তার স্ত্রী শীলা আক্তার অন্তঃসত্ত্বা। তৌহিদের পিতা হাজী মোঃ মোস্তফা, মাতা, বড় ভাই,বোন সহ সকলের অভিযোগ তৌহিদ কে কেউ বাড়ি থেকে ডেকে এনে হত্যা করে বিল্ডিং এ লাশ ঝুলিয়ে রেখেছে। তারা এই হত্যার দৃষ্টান্ত মূলক বিচারের দাবি জানান।
ঝুলন্ত লাশ রায়পুরা থানার এস আই দিদারুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ এসে নিচে নামান।এবং ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন।
নিহতের বাড়িতে শোকের মাতন ছায়া।
এখন পর্যন্ত কোন মামলা হয়নি তবে প্রক্রিয়া চলছে।