
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উদযাপন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীবাজার কার্যালয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উদযাপন করা হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক জাকির হোসেন রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আহসান সিদ্দিকীর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় শিশু কিশোরদের উন্মুক্ত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতিমন্ডলির সদস্য কাজী আব্দুর রাজ্জাক, মোজাম্মেল হক সরদার, হাজী মোঃ শরীফ চৌধুরী, মোঃ উমর ফারুক, ডাঃ অসিত মজুমদার, দপ্তর সম্পাদক উদয় শংকর বসাক, সাংস্কৃতিক সম্পাদক শামীম চৌধুরী শ্যামল, আইন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফরহাদ হোসেন ব্যাপারী, প্রীতম আহমেদ বাবুল, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক বরকত-ই-খুদা, কার্যকরী সদস্য অসিম মজুমদার,
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কে এম নাহিদ, সাধারণ সম্পাদক মোঃ শাহীন খান, ঢাকা জেলার সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রওশন হোসেন মাটি।