আজ বুধবার, ২১ এপ্রিল ২০২১, ০২:২৯ পূর্বাহ্ন
বেসরকারি শিক্ষক
মাটি কামড়ে পড়ে থাকেন,
সৃষ্টিকর্তা রক্ষক
এমন জীবকে আমরা বলি
বেসরকারি শিক্ষক।
কিনতে হবে,টাকা কোথায়?
মাথার ভেতর পেইন
শার্টের বোতাম ঠিক থাকেনা
ভাঙ্গা জিপার চেইন।
বিশ দিন চলেন টেনেটুনে
আরো দশ দিন বাকি
বৌ’কে ডাকেন বোন ভাবী আর
মাকে ডাকেন কাকি।
সামনে হাসেন ভিততে ব্যথা
দেখাননাতো খুলে
মান সম্মানের কথা ভেবে
সব কিছু যান ভুলে।
মাথা ভর্তি নানান চিন্তা
ক্যামনে কাটবে দিন
ছাত্রের জন্যে ক্যামনে ভাববে?
মাথা ভর্তি ঋণ ।
এই সমাজে ভালো চলে
পিয়ন মোক্তার কেরাণি
শিক্ষকরা খায় আলুর ভর্তা
তারা কাচ্চি বিরানি।
রাষ্ট্র যদি শিক্ষক রাখেন,
তুচ্ছ অনাদরে
তারাও ঠিক শিক্ষা দিবেন,
তাদের মতন করে।
রাষ্ট্র দিচ্ছে উচিৎ শিক্ষা
শিক্ষক করে কাঙাল
তাইতো আমরা মানুষ হইনি,
রয়ে গেছি বাঙাল।