আগুনে পুড়ে যাওয়া মোহাম্মদপুরের কৃষি মার্কেটে অস্থায়ী মার্কেট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি জানান, আগামী ৩০ অক্টোবর থেকে কৃষি মার্কেটে নতুন করে অস্থায়ী ভিত্তিতে নির্মাণকাজ শুরু হবে। তবে পরবর্তীতে এখানে পরিকল্পিত বহুতল ভবন মার্কেট নির্মাণ করা হবে।
সোমবার (২৩ অক্টোবর) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শন শেষে মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসার পর এই ঘোষণা দেন মেয়র।
ডিএনসিসি মেয়র বলেন, ব্যবসায়ীরা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য আমরা সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। আগামী ৩০ অক্টোবর থেকে আগুনে ক্ষতিগ্রস্ত এই কৃষি মার্কেট নতুন করে অস্থায়ী ভিত্তিতে নির্মাণকাজ শুরু হবে। এরপর যার যেখানে দোকান ছিল, যতটুকু জায়গা ছিল সে অনুযায়ীই আপনারা দোকান বরাদ্দ পাবেন।
মেয়র বলেন, আপাতত ব্যবসা যেন বন্ধ না থাকে, ব্যবসায়ীরা যেন ক্ষতিগ্রস্ত না হোন- সে জন্যই আমাদের এ সিদ্ধান্ত।
তিনি বলেন, এরপর সুবিধামতো সময়ে আমরা পরিকল্পিত বহুতল ভবন মার্কেট নির্মাণ করব, যেখানে সব ধরনের সুযোগ সুবিধা থাকবে। কিন্তু আপনারা এই অস্থায়ী মার্কেটে যার যার দোকান ছিল তারা বরাদ্দ পাবেন, আমাদের কাছে স্ট্যাম্পে লিখিত দিতে হবে আমরা যখন মূল মার্কেট নির্মাণকাজ শুরু করব, তখন আপনারা নির্মাণের সময়ে মার্কেট ছেড়ে দেবেন।
এ সময় অস্থায়ী মার্কেট নির্মাণের জন্য ত্রাণ মন্ত্রণালয় থেকে কিছু টাকা বরাদ্দ পাওয়া গেছে জানিয়ে বাকি টাকা যা লাগে তা ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে বরাদ্দ দেওয়া হবে বলেও জানান ডিএনসিসি মেয়র।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর ভয়াবহ আগুনে পুড়ে যায় মোহাম্মদপুরের কৃষি মার্কেট। পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলা এই মার্কেটে কয়েকশ’ দোকান ভস্মীভূত হয়ে যায়।