যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে আগুন আহত ১

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের আগের রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে যাত্রাবাড়ী মোড়ে বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশিদ বিন খালিদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, যাত্রাবাড়ীতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

তবে তার নাম-পরিচয় জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল আলম বলেন, রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে যাত্রীবেশে দুর্বৃত্তরা বাসে আগুন দেয়।

Spread the love

Leave a Reply

Specify Facebook App ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Facebook Login to work

Specify Twitter Consumer Key and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Twitter Login to work

Specify LinkedIn Client ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for LinkedIn Login to work

Specify Youtube API Key in the Super Socializer > Social Login section in the admin panel for Youtube Login to work

Specify Google Client ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Google and Youtube Login to work

Specify Instagram App ID and Instagram App Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Instagram Login to work

Your email address will not be published. Required fields are marked *