
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। নাশকতার দায়ে তাদের আটক করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
রবিবার (১২ নভেম্বর) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।
র্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মো. আরিফুর রহমান বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ নাশকতাকারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
র্যাব জানায়, আটকরা রাজধানীতে বিভিন্ন সময় নাশকতার সঙ্গে জড়িত ছিলেন। তারা বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত।