রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) এর কৃষিবিদ এএম এম সালেহ কনফারেন্স রুমে ঢাকায় রংপুর বিভাগ সমিতি, ঢাকা’র উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কার্যনির্বাহী কমিটি(২০২৩-২৬) এর ২য় সভা সম্মানিত সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোঃ নূরুল ইসলাম, পিএইচডির সভাপতিত্বে ও সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক এবং ট্যুরিস্ট পুলিশ,ঢাকার উপ মহাপুলিশ পরিদর্শক মোঃ আবু কালাম সিদ্দিক এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় ।
সভায় জাতীয় শোক দিবস উপলক্ষে সমিতির সিনিয়র নেতৃবৃন্দ আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করা হয় এবং তাঁদের সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় কার্যনির্বাহী কমিটির সম্মানিত সহ সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ রেজাউল আহসান, সমিতির সহ সভাপতি ও ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ খলিলুর রহমান , সমিতির সহ সভাপতি ও সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আতাউর রহমান প্রধান, সমিতির সহ-সভাপতি ও সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ ইসহাক, সমিতির সহ সভাপতি ও ডেসকোর প্রধান প্রকৌশলী মোঃ এনামুল হক, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব সুলতানা ইয়াসমীন, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও লিডিং বাংলাদেশ লিঃ এর চেয়ারম্যান সোহেল রানা,
সম্মানিত কার্যনির্বাহী সদস্য ও সরকারের সাবেক অতিরিক্ত সচিব মোঃ কফিল উদ্দিন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম, ও অর্থ বিভাগের যুগ্মসচিব মোঃ আমিরুল ইসলাম, সমিতির সদস্য ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব জনাব মোঃ আব্দুল মোক্তাদের, সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ মোতাহার হোসেন,সমিতির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও স্হানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোঃ মোতাহার হোসেন, সমিতির মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মুনিরা সুলতানা, সমিতির সদস্য ও প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাজেদুল করিম সরকার, সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ডিএমপির ডিবি (রমনা বিভাগ) এর উপ পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবীর মাসুদ, পিপিএম,সমিতির আইসিটি বিষয়ক সম্পাদক ও নিওসিস ইন্জিনিয়ারিং লিঃ এর ব্যবস্হাপনা পরিচালক বরদা ভূষণ রায় লিটন, সমিতির দপ্তর সম্পাদক ও লিডিং বাংলাদেশ লিঃ এর ব্যবস্হাপনা পরিচালক মোঃ হাবিল রানা,
সহ সাংগঠনিক সম্পাদক ও চ্যানেল আইয়ের চিফ ক্রাইম রিপোর্টার এনামুল কবীর রুপম, সহ সাংগঠনিক সম্পাদক ও শেরে বাংলা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চিফ ফার্ম সুপারিন্টেন্ড কৃষিবিদ মোঃ মালেক বাদশাহ, সহ সাংগঠনিক সম্পাদক ও সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স এর সিনিয়র সেল্স এক্সিকিউটিভ লাবনী হাসনা চৌধুরী, সমিতির সহ সাংগঠনিক সম্পাদক ও জুম বাংলার সম্পাদক মাহমুদুল হাসান মেজর,সমিতির সহ সাংগঠনিক সম্পাদক ও ডিএমপির গুলশান বিভাগের অতিঃ উপ পুলিশ কমিশনার হাফিজুর রহমান রিয়েল, সমিতির সহ সাংগঠনিক সম্পাদক ও বিশ্ববিদ্যালয় মজ্ঞুরি কমিশনের সিনিয়র সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম রবি, সমিতির কার্যনির্বাহী সদস্য ও গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান হাবীব, সমিতির কার্যনির্বাহী সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মশিউল আলম খান রনি,
সমিতির কার্যনির্বাহী সদস্য ও ঢাকা জেলার জেলা সমাজসেবা কার্যালয় কেএম আবু রায়হান, কার্যনির্বাহী সদস্য ও আনন্দ গ্রুপের জিএম এএইচএম মাহবুব হোসেন সরকার,কার্য নির্বাহী সদস্য এ অর্নাস ট্যুরিসম এর ব্যবস্হাপনা পরিচালক সৈয়দ খলিলুর রহমান, সহ শিক্ষা ও গবেষণা সম্পাদক ও গ্রাফিক্স ডিজাইন বিডি এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহানুর রহমান,কার্য নির্বাহী সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ কাইফ ইসলাম, সহ দপ্তর সম্পাদক ও আবৃত্তি ইন্টারন্যাশনাল লিঃ এর ব্যবস্হাপনা পরিচালক মোঃ তারিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ও কৃষিবিদ ইনিষ্টিটিউশন বাংলাদেশ এর একাউন্টস অফিসার মোঃ জুলফিকার আলী, সমিতির সদস্য ও লিডিং বাংলাদেশ লিঃ এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব খান ,
সমিতির সদস্য ও রুপালী ব্যাংক লিঃ এর শ্যামলী শাখার ব্যবস্হাপনা মোঃ সাজ্জাদ হোসেন, সমিতির সদস্য ও মিট লাইফের শাখা ব্যবস্হাপক মোঃ শরিফুল ইসলাম, সমিতির সদস্য ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. স্বাধীন শরীফ ইসলাম , সমিতির সদস্য ও বিশিষ্ট ফটোগ্রাফার জনাব আরটিএন আবীর , সমিতির সদস্য ও আইনজীবী এ্যাড. মোঃ মাহাবুবার রহমান, সমিতির সদস্য ও এশিয়ান টিভির সিনিয়র রিপোর্টার মোঃ সাইফুল ইসলাম সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।