জঙ্গি আটকে বান্দরবানের টংকাবতী এলাকায় অভিযান চালাচ্ছে র্যাব। রোববার রাত থেকে শুরু হওয়া এই অভিযান শেষ খবর পাওয়া পর্যন্ত মধ্যরাতেও চলছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কেএনএফ’- এর ছত্রছায়ায় নতুন জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র পাহাড়ে অবস্থানরত জঙ্গিদের আটকে বান্দরবানের টংকাবতী এলাকায় র্যাবের অভিযান চলছে।
র্যাব জানায়, সর্বশেষ রাত সোয়া ১২টা পর্যন্ত অভিযান চলছে। অভিযান শেষে এবিষয়ে বিস্তারিত জানিয়ে জানানো হবে।