গণপূর্ত অধিদপ্তরে বিশৃঙ্খলা সরকারবিরোধী কর্মকান্ডে লিপ্তকারী এরা কারা?

নিজস্ব প্রতিবেদকঃ গণপূর্ত অধিদপ্তরের সক্রিয় হয়ে উঠেছে একটি বিশেষ মহল। শুরু করেছে গণপূর্তের কর্মকর্তা ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের হয়রানির চক্রান্ত। দৈনিক ভিত্তিক কর্মচারীদের কার্যভিত্তিক কর্মচারীতে উন্নিত করার ইস্যুতে বিশৃঙ্খলা সৃষ্টিতে মেতেছে এ মহল।
গতকিছুদিন আগে তাদের একটা দল গণপূর্তের মূল ফটকে ঘেরাও করে। পরে পুলিশের সহযোগিতায় এবং গণপূর্তের উর্ধ্বতন কর্মকতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়।
অনুসন্ধানে দেখা যায়, যে ইস্যুতে আন্দোলন, সেই নিয়োগ ইস্যুর কোন ভিত্তি নাই। দৈনিক ভিত্তিক কর্মচারীদের কার্যভিত্তিক কর্মচারিতে উন্নিত করার প্রক্রিয়াটি একান্তই মন্ত্রণালয়ের, যা প্রক্রিয়াধীন। তথাপি একটি বিশেষ মহলের প্ররোচনায় পূর্ত ভবনে এসে বার বার আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করছে।
অনুসন্ধানে আরও দেখা যায়, আন্দোলনকারীগণ মূলত বিপথগামী হিসাবে পরিচিত। তাদের বিরুদ্ধে এর আগে বিভাগীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। গণপূর্তে অস্থিরতা সৃষ্টির মূল হোতা শেরেবাংলা নগর গণপূর্ত উপবিভাগ -২ এ দৈনিক ভিত্তিক সুপারভাইজার হিসাবে কর্মরত মনির হোসেন শোভনকে গত ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে আইনশৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমের জন্য সাময়িক কর্ম বিরতি প্রদান করা হয়। গণপূর্ত উপবিভাগ-২ এর অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শরীফ মোঃ সানাউল হককেও অফিস ছুটি ব্যতিত আইন শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য শাস্তি দেওয়া হয়। আরবরিকালচার গণপূর্ত উপবিভাগে ভাউচারভিত্তিক কার্যসহকারি মৌমনিকে দীর্ঘদিন অনুপস্থিতির কারণে কর্ম বিরতি প্রদান করা হয়। বিশৃঙ্খলা সৃষ্টিকারী এমন কতিপয় কর্মচারী সরকারের ভাবমূর্তি নষ্ট করতে গণপূর্তের পরিচয় ব্যবহার করে গণপূর্তের বাইরে আইনশৃঙ্খলা পরিপন্থী কাজ করে থাকে। বিষয়টি গণপূর্তের নজরে আসলে গত ১৮ সেপ্টেম্বর ২০২৩ তত্ববায়ক প্রকৌশলী’র (সংস্থাপন) স্বাক্ষরিত একটি আদেশ জারি করা হয়। যেখানে স্পষ্ট উল্লেখ করা হয় দৈনিক ভিত্তিক কর্মচারীদের নিয়মিতভাবে হাজিরা রক্ষণাবেক্ষণ করতে হবে এবং পূর্বানুমতি ব্যতিত কর্মস্থল ত্যাগ করতে পারবে না।
সরকারের গুরুত্বপূর্ণ একটি দপ্তরে অরাজকতা সৃষ্টিকারী এসব কর্মচারীদের অস্থিরতা সৃষ্টি করায় গণপূর্তের কার্যক্রমকে ব্যহত করবে বলে ধারণা সংশ্লিষ্ট কতৃপক্ষের।

Spread the love

Leave a Reply

Specify Facebook App ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Facebook Login to work

Specify Twitter Consumer Key and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Twitter Login to work

Specify LinkedIn Client ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for LinkedIn Login to work

Specify Youtube API Key in the Super Socializer > Social Login section in the admin panel for Youtube Login to work

Specify Google Client ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Google and Youtube Login to work

Specify Instagram App ID and Instagram App Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Instagram Login to work

Your email address will not be published. Required fields are marked *