আজ বুধবার, ২১ এপ্রিল ২০২১, ১২:৪২ পূর্বাহ্ন
নরসিংদীতে দ্রব্যমূল্য উর্ধগতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ভ্রাম্যমান আদালত
কাজী জহিরুল ইসলাম খোকনঃ শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এঁর নির্দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধগতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে নেমেছে ভ্রাম্যমান আদালত।
তারই ধারাবাহিক অংশ হিসেবে শনিবার নরসিংদীর বটতলা বাজারে এবং জেলখানা মোড় সন্নিকটে কাঁচা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। সহকারী কমিশনার(ভূমি) নরসিংদী সদর এঁর মোঃ শাহ আলম মিয়া’র নেতৃত্বে এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ খান ও মোঃ ফয়জুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করেন।
জানা যায়, প্রতিটি বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। গণমাধ্যম কর্মীদের বরাত দিয়ে জানান, সারা বাংলাদেশের জন্য বর্তমান সময় “নভেল করোনা ভাইরাসে” সাধারণ জনগন যখন আতংকগ্রস্থ। ঠিক ঐসময়টিতে কিছু অসাধু ব্যবসায়ী বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ে বাজারকে অস্থিতিশীল করার এবং অধিক মুনাফা লোভী কিছু ব্যবসায়ী ফায়দা লুটতে চেষ্টা চালায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজার মনিটরিংয়ের সময় সকল দোকানীদের কে বলেন, ন্যায্যমূল্যে ক্রেতাদের কাছে তাদের পণ্য সামগ্রী বিক্রি করতে। নতুবা প্রত্যেক কে আইনের আওতায় আনতে মোবাইল কোর্ট সর্বদা প্রস্তুত আছে।
নরসিংদী বটতলা বাজারের কাঁচামাল ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলামকে পাঁচশত টাকা ও ভেলানগর জেলখানা মোড়, কাঁচা বাজারের ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলামকে একহাজার টাকা অর্থদন্ড দেন ভ্রাম্যমান আদালত।
এসময় ভ্রাম্যমান আদালত বাজারের সকল ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেন, আপনারা সকলে “মূল্য তালিকা” দোকানের সামনে টানিয়ে রাখবেন যেন কোন ক্রেতা পণ্য সামগ্রী ক্রয় করতে দাম নিয়ে হয়রানির শিকার না হন এবং প্রতিদিন “মূল্য তালিকা” আপডেট করে রাখবেন। কেউ অধিক মুনাফায় সদাই বিক্রি করার চেষ্টা করবেন না।
মোবাইল কোর্ট পরিচালনাকালে সার্বিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক পুলিশ সদস্য, ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
ছবিঃ কাজী জহিরুল ইসলাম খোকন।
দৈনিক সময় নিউজ ডটকম।