আজ শনিবার, ০৬ মার্চ ২০২১, ১০:০৪ পূর্বাহ্ন
দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে নরসিংদীর ভেলানগর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানঃ ২ দোকানীকে ৮ হাজার টাকা জরিমানা
কাজী জহিরুল ইসলাম খোকনঃ নরসিংদীর ভেলানগর বাজারে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে এবং “করোনা ভাইরাস” জনিত কারণে বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন মহোদয়ের নির্দেশনা মোতাবেক ২০ মার্চ ২০২০ তারিখ শুক্রবার বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা হয়েছে।
নরসিংদী ভেলানগর বাজার সহ পুটিয়া বাজারে বিকাল থেকে সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত বাজার মনিটরিং করেন কমল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহ্রুখ খান
মোবাইল কোর্ট থেকে জানা যায়, ধার্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয়, মূল্য তালিকা, মজুদকৃত পণ্যের রশিদ দেখাতে না পারায় দুইটি দোকানীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ৮০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
দ্রব্য মূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেটগনের নির্দেশে তাৎক্ষণিক ভেলানগর বাজার কমিটির সভাপতি মোঃ আবদুল আওয়াল বাজারের দোকানীদের সতর্কতা মূলক মাইকিংয়ের মাধ্যমে দ্রব্য মূল্যের তালিকা, দোকানের সামনে টানিয়ে রাখার জন্য অনুরোধ জানান এবং দোকানে মজুদকৃত দ্রব্যের রশিদ সংরক্ষণে রাখতে পরামর্শ প্রদান করেন। ভবিষ্যতে মজুদকৃত রশিদ সংরক্ষণে না থাকলে আইন প্রয়োগকারী সংস্থা যে কোন মুহূর্তে ব্যবস্থা নিবে বলে হুশিয়ারী করে দেন।
কিছু অসাধু ব্যবসায়ীরা “করোনা ভাইরাস”কে পুঁজি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়ে অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করা শুরু করেছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের সিন্ডিকেট রুখতে মোবাইল কোর্ট বাজার মনিটরিং করছে বলে জানা যায়।
এসময় মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন আইন- শৃঙ্খলা বাহিনী বিজিবি, পুলিশের একাধিক সদস্য ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানা যায় বর্তমান পরিস্থিতি মোকাবেলায়, জনস্বার্থে জেলা প্রশাসনের এরূপ মোবাইল কোর্ট পরিচালনা আছে ও থাকবে।