আজ শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০৪:৫৩ অপরাহ্
সাংবাদিকদের ওপর হামলা ও মামলার
প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন
বাগেরহাট প্রতিনিধি
পেশাগত দায়িত্বপালন কালে খুলনায় একাত্তর টেলিভিশনের ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নুর ওপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এ মানববন্ধন করেন।
ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক এ বাকী তালুকদার, সাংবাদিক অধ্যাপক এবিএম মোশাররফ হোসেন, এ্যাড. শাহ আলম টুকু, আলী আকবর টুটুলসহ জেলায় কর্মরত গনমাধ্যম কর্মীরা অংশগ্রহন করেন।
মানবন্ধনে বক্তরা বলেন, পেশাগত দায়িত্বপালনের সময় রকিব উদ্দিন পান্নুসহ তিন সাংবাদিকের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণ কোনভাবে মেনে নেওয়া যায় না। সরকারের কাছে পুলিশ সদস্য ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
এছাড়াও সারাদেশে বিভিন্নভাবে সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছেন। মাদারীপুরে দূর্নীতির সংবাদ প্রকাশ করায় সময় টেলিভিশনের প্রতিনিধিসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দ্রুত এই মামলা প্রত্যাহারেরও দাবি জানান বক্তারা।