আজ শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ১২:৪১ পূর্বাহ্ন
নরসিংদী ডিবি পুলিশ কর্তৃক ইয়াবা ট্যাবলেট সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মনোহরদী প্রতিনিধিঃ ১১/১০/১৯খ্রিঃ তারিখ ডিবি পুলিশ, নরসিংদী বেলাব থানাধীন পোড়াদিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাট ১। সুজন মিয়া (৩০), পিতা-মানিক মিয়া, সাং-পোড়াদিয়া পশ্চিমপাড়া, থানা-বেলাব, ২। জুয়েল (৩৮), পিতা-নাজিম উদ্দিন, সাং-চন্ডিতলা, ৩। শরীফ মিয়া (৪০), পিতা-শাহজাহান, সাং-গোবিন্দপুর, ৪। দেলোয়ার ওরফে রেহান উদ্দিন (৪০), পিতা-আঙ্গুর ওরফে আনোয়ার, সাং-নোয়ানগর, সর্ব থানা-মনোহরদী, সর্বজেলা-নরসিংদীদের নিকট হতে ব্যাপক অভিযান চালিয়ে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাদের গ্রেফতার করতে সক্ষম হন নরসিংদী ডিবি পুলিশ।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা, ডাকাতি মামলা আছে। উক্ত ঘটনায় বেলাব থানায় মামলা রুজু হয়েছে।