আজ শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০৫:১১ অপরাহ্
মনোহরদী উপজেলার ২টি ইউনিয়নে মাদক বিরোধী টাস্কফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাফিয়া আক্তার শিমু
মনোহরদী প্রতিনিধিঃ গত ২৮/৯/১৯ খ্রি. তারিখ মনোহরদী উপজেলার দৌলতপুর ও একদুয়ারিয়া ইউনিয়নে মাদক বিরোধী টাস্কফোর্স বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাফিয়া আক্তার শিমুর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ ফজলুর রহমানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযানের একটি টিম এবং মনোহরদী থানার পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসসাদিকজামান মাদকবিরোধী টাস্কফোর্সের যৌথ এ অভিযানে দৌলতপুর ইউনিয়নের কোচেরচর বাজার সংলগ্ন স্থানে অভিযুক্ত একজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ০৬ (ছয় মাসের) বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের অংশ হিসেবে জেলা ম্যাজিস্ট্রেট, নরসিংদীর নির্দেশনায় এ অভিযান অব্যাহত থাকবে বলে songbad24.net কে জানান।