অধ্যাপক পান্না কায়সারের মৃত্যুতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শোক প্রকাশ

বরেণ্য লেখক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক সংগঠক, রাজনীতিক ব্যক্তিত্ব ও সাবেক সংসদ সদস্য শহীদজায়া অধ্যাপক পান্না কায়সারের মৃত্যুতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। উল্লেখ্য যে, অধ্যাপক পান্না কায়সার ৪ আগস্ট (শুক্রবার) সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
৪ আগস্ট (শুক্রবার) বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এক শোক বার্তায় বলেন, বাংলা ও বাঙালির নিজস্ব সংস্কৃতি বিকাশ ও প্রসারে অধ্যাপক পান্না কায়সারের অসামান্য অবদান রয়েছে। তিনি জাতীয় শিশু কিশোর সংগঠন ‘খেলাঘর’র অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এবং ১৯৯০ সাল থেকে তিনি এ সংগঠনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা সর্বস্তরে বাস্তবায়ন করতে তিনি আজীবন কাজ করেছেন, যা জাতির ইতিহাসে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

শোক বার্তায় তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

Spread the love

Leave a Reply

Specify Facebook App ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Facebook Login to work

Specify Twitter Consumer Key and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Twitter Login to work

Specify LinkedIn Client ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for LinkedIn Login to work

Specify Youtube API Key in the Super Socializer > Social Login section in the admin panel for Youtube Login to work

Specify Google Client ID and Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Google and Youtube Login to work

Specify Instagram App ID and Instagram App Secret in the Super Socializer > Social Login section in the admin panel for Instagram Login to work

Your email address will not be published. Required fields are marked *